ড্যানি মরিসন নাম দিয়েছিলেন সাব্বির দ্যা ভ্যাম্পায়ার রহমান। এক কথায়
অসাধারণ খেলেন। দলের যখন যেমনটক চাই তখন তেমনই খেলেন। আছেন দারুণ ছন্দে।
এইতো গত ম্যাচেই তো ৮০ রানের এক ইনিংস খেললেন।
নাহ্, আমি সাব্বির সম্পর্কে বলতে আসিনি। ওকে নিয়ে সবাই লেখালেখি করছে। আমি এসেছি তিক্ত এক কথা বলতে।
.
এই যে আজ আমরা সাব্বিরকে নিয়ে লাফাচ্ছি, কিছুদিন পর যখন সাব্বির খারাপ
করবে তখন ওর চৌদ্দ গুষ্টি উদ্ধার করতে আমাদের ভূল হবে না। নাসির যখন খেলা
শুরু করে তখন থেকেই সে ধারাবাহিক রান পাচ্ছিলো।
এভারেজের দিক দিয়ে তাকে তখনকার সেরা ফিনিশার বলা হচ্ছিলো। ফিল্ডিংয়েও
অসাধারণ ছিলেন। চারদিকে শুধু নাসির বন্দনা। কিন্তু যেই ফর্ম খারাপ হলো সেই
নাসিরকে ইচ্ছে মত গালি দেয়া শুরু হয়। নাসির-মেহজাবিনকে নিয়ে উদ্ভট সব
বানোয়াট জঘণ্য মিথ্যা কথা বলেছে।
.
তামিমকে আমাদের সর্বকালের সেরা
ওপেনার বললেও ভূল হবেনা। কিন্তু যেই তামিম খারাপ করছিলো সেই থেকেই হেটাররা
বলা শুরু করলো "তামিম কালা পারা না, তামিম চাচার গোরে কেলে ব্লা ব্লা ব্লা"
.
সাকিব নামক ছেলেটার অবদান কখনো ভোলার মত নয়। কিন্তু আমরা এখনো সাকিবকে নিজের বলে মনে করিনা। সাকিবকে গালি দেই, উলটাপালটা কথা বলি।
আমরা মুশফিক কিংবা তাসকিনদেরও ছাড় দেইনি। এমনকি যে লোকটাকে শ্রদ্ধা করা
ব্যতীত কিছু ভাবাই যায় না সেই মাশরাফিরও উলটাপালটা সমালোচনা করি। আমরা যতই
ভালো খেলছি আমাদের স্বভাব ততই ইন্ডিয়ান ফ্যানদের মত হয়ে যাচ্ছে। কিছু কিছু
ক্ষেত্রে তা তাদেরকে ছাড়িয়েও যাচ্ছে।
.
যাইহোক, সাব্বির ও মানুষ।
তারও খারাপ ফর্ম আসবে। দেখবেন তাকেও সমর্থকরা (যদিও তারা সমর্থকের পর্যায়ে
পরে না) গালি দিবে, উলটা পালটা কথা বলবে।
.
কেন ভাই, এরাও তো
মানুষ। সবসময় তো ভালো খেলা সম্ভব না। তারা আমাদের কত কিছুই দিচ্ছে। কিন্তু
আমরা তাদের দুঃসময়ে তাদের পাশে থাকা তো দূরে থাক বরং তাদের গালি দেই। এটা
কি আসলেই রিয়েল ফ্যানদের বৈশিষ্ট্য? মোতেও না।
.
ওদের দুঃসময়ে পাশে না থাকুন, অত্যন্ত গালি বা বাজে কিছু বলবেন না।